গাজীপুরের কালীগঞ্জে “ শিক্ষা শান্তি প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
(০৪ জানুয়ারী) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন চত্বর মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা’র সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে একটি আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা গিয়ে র্যালীটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সদস্য তাসলিমা রহমান লাভলী উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, যুগ্ম-সম্পাদক আল-আমীন খান, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন,উপজেলা
যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ টিপু , উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ হোসেন খান, কালীগঞ্জ শ্রমীক কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফি অমিত, সাধারণ সম্পাদক মোঃ আলভী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিখন,সম্পাদক অসিম মোল্লা সহ নবীন প্রবীণ হাজারও ছাত্রলীগ নেতা কর্মীর যেন এক মিলন মেলা।