1. news@banglaroitizzo.com : BanglarOitizzo :
  2. banglaroitizzo.news@gmail.com : newseditor :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০, ০৫:২৫ অপরাহ্ন

চাটখিলে জামাইয়ের নেতৃত্বে শ্বশুর শাশুড়ির উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৯ বার পড়া হয়েছে
শ্বশুর শাশুড়ির উপর হামলা

চাটখিলে শ্বশুরের উপর জামাইয়ের নেতৃত্বে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় শ্বশুর মিজানুর রহমান মারাত্নক আহত হয়ে চাটখিল সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চে চাটখিল বাজারের ব্যবসায়ী উপজেলার বদলকোট গ্রমের মিজানুর রহমানের মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়ার সাথে উপজেলার মোহাস্মদপুরের নুরুল ইসলামের ছেলে মাঈন উদ্দিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্যে ন্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন সুমাইয়ার উপর নানা ধরনের নির্যাতন করতে থাকে। এই নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও বসে এবং তা আদালত পর্যন্ত গড়িয়ে অমিমাংসিত থাকে। বৃহস্পতিবার ৪জুন বিকেল সাড়ে ৩ টার দিকে মিজানুর রহমান ও তার স্ত্রী তাদের মেয়ে সুমাইয়াকে নিয়ে মোহাম্মদপুরে তাদের এক স্বজনের বাড়ি থেকে দাওয়াত শেষে নিজেদের বাড়ি ফেরার পথে জামাই মাঈন উদ্দিন তার ২ ভাইসহ কয়েকজনকে নিয়ে তাদের পথ রোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্বশুর মিজানুর রহমানকে মারাত্নক আহত করে এবং শ্বাশুড়ীকে ও মারধর করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান শহিদ উল্যাহ বিষয়টি দু:খ জনক উল্লেখ করে বলেন, মিজানুর রহমানের মেয়ে ও জামাইকে নিয়ে অনেক শালিস বৈঠক করেও তার জামাই মাঈন উদ্দিনের অসহোগীতায় তা সফল হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

নিউজ ক্যাটাগরি