বঙ্গবন্ধু মানে রেসকোর্স ময়দানের ভাষণ
বঙ্গবন্ধু মানে বন্ধ হয়ে যাওয়া শোষণ।
বঙ্গবন্ধু মানে জাতির অবিসংবাদিত নেতা
বঙ্গবন্ধু মানে কোটি জনতা।
বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধের একমাত্র প্রেরণা
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা ঘোষণা।
পূর্ব বাংলাকে মুক্ত করাই ছিল তার লক্ষ্য
বাংলাদেশ সৃষ্টিই ছিল তার কাছে মুখ্য
ছেলেবেলায় বৃদ্ধের শরীরে জড়িয়ে ছিলেন চাদর
পেয়েছিলেন কোটি মানুষের আদর।
বিলিয়ে দিয়েছিলেন নিজের ছাতা
নিজেকে শিক্ত করেও,
ভিজতে দেননি দরিদ্রের মাথা।
বিলিয়ে দিয়েছিলেন নিজের জমির ধান
বাচাইছিলেন গরিব কৃষকের প্রাণ।
বাংলায় ভাষণ দেন জাতিসংঘের অধিবেশনে
বাংলাকে স্থাপন করেন বিশ্বসভায় মর্যাদার আসনে।
১৫ ই আগস্ট বিপথগামী দল তাকে হত্যা করে
তবু্ও বঙ্গবন্ধু শেখ মুজিব নাহি মরে।
সে যে অমর কোটি বাঙালির হৃদয়ে
বেঁচে আছে তার মহৎ কর্মের মাধ্যমে।
তার দেশপ্রেমকে আদর্শ করে দেশ সাজাই,
তবে দেশ থেকে দূর হবে বিপদ বালাই।
বিদায় হয়েছ বঙ্গবন্ধু বিদায় চিরতরে
আবার হবে দেখা অমর নগরে।