বগুড়ার শাজাহানপুরে এক দল বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বুধবার বিকেলে উপজেলার জামুন্না স্কুল এন্ড কলেজ মাঠে আড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সম্মেলনের এক পর্যায়ে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন, জামুন্নাহাটপাড়ার মতিনুর রহমান বাবু, হাবিবুর রহমান, সানাপাড়ার আলমগীর হোসেন, বগুড়া পাড়ার আফসার আলী, নতুন পাড়ার হযরত আলী, সোনাইদিঘীর শাহাদত হোসেন প্রমুখ।
৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাষ্টার, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, দপ্তর সম্পাদক সাজ্জাদুল হক, উপপ্রচার সম্পাদক মোস্তফা কামাল মনা, সদস্য মনির হোসেন ময়না, আব্দুল গাফফার, আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, সদস্য জাহিদুল ইসলাম, আব্দুল মতিন মেম্বার,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার, সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।