এলো আবার নতুন বছর ডিসেম্বরের শেষে,
সুখের আভাস ধেয়ে এলো হাওয়ার সাথে মিশে।
স্বপ্ন ভাসে নয়ন জুড়ে খুশি জাগে মনে,
নতুন দিনের নতুনতা থাকুক সবার সনে।
শোক জড়তা বিদায় করে সুখের মায়াজালে,
গরীব-দুঃখী উঠুক মেতে ঐক্য তানের তালে।
ভুলে গিয়ে রাগ ভেদাভেদ কাঁধ মিলিয়ে কাঁধে,
ভালোবাসার জোয়ার লাগুক মানবতার বাঁধে।
বর্ষিত হোক রবের দয়া সব মানুষের তরে,
সঠিক পথে কাটুক সময় নতুন বছর ধরে।
এসো সবাই বরণ করি নব রূপের আলো,
নতুনত্ব পুষে বুকে থাকি সবে ভালো।