১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ উৎপাদন উপলক্ষ্যে সরকারি ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষ একাদশ-দ্বাদশ এবং অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আজ ৪ঠা জানুয়ারি, রোজ সোমবার বেলা ১১ টায় অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস ২০২০ উৎযাপন কমিটির আহবায়ক প্রফেসর আখতারুজ্জামান ( বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ ), অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রচনা প্রতিযোগিতার সম্মানিত বিচারকবৃন্দ ।
মহান বিজয় দিবস ২০২০ উৎযাপন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ক-বিভাগের (একাদশ- দ্বাদশ) শিক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগের ফাহমিদা জান্নাত চৈতী (একাদশ) প্রথম স্থান, ইউনূস আহমেদ রানা (একাদশ) দ্বিতীয় স্থান,
নাজমুন নাহার মীম (একাদশ) তৃতীয় স্থান অর্জন করেছে। অপর দিকে খ- বিভাগের (অনার্স ও মাস্টার্স) শিক্ষার্থীদের মধ্যে
সৈয়দ জালিছ মাহমুদ (রসায়ন ১ম বর্ষ) প্রথম স্থান, মোঃ রফিকুল ইসলাম (অর্থনীতি ৪র্থ বর্ষ) দ্বিতীয় স্থান, এবং শাহরিন শায়লা (ইংরেজি ৪র্থ বর্ষ) তৃতীয় স্থান অর্জন করেছেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বিজয়ী শিক্ষার্থীদের সার্বিক সুস্থতা ও ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। একইসাথে বিজয়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।